.jpg)
“লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ” এক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের নাম, যাত্রা শুরু করেছিল ১৯৫৮ তে। অত্র অঞ্চলের তৎকালীন শিক্ষানুরাগী ও ত্যাগী মানুষের শ্রমের ফসল এ বিদ্যালয়- শুধু নারী শিক্ষা প্রসারের জন্য নয়, বরং এ অঞ্চলের সার্বিক শিক্ষা বিস্তারই ছিল প্রধান উদ্দেশ্য। কারণ এই লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের অভ্যন্তরেই কার্যক্রম শুরু হয় লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয় এবং লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ বিদ্যালয়ের- উক্ত প্রতিষ্ঠান দু’টির জন্ম ও লালনে সহায়তা দিয়েছে এই লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ । এ প্রসঙ্গে বলতে হয় তৎকালীন জ্ঞানী, বুদ্ধিমান, বিচক্ষণ ও দুরদৃষ্ট শিক্ষা উদ্যোক্তাগণ এতদ অঞ্চলের মানুষকে তাঁদের অসামান্য অবদানে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করে রেখেছেন।
তারপর এই পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করেছে বহুবার। বিদ্যালয়ের দীপশিখা কখনও উজ্জ্বল আলো ছড়িয়েছে চারিদিকে আবার কখনও বা ক্ষীণ আলোকশিখা তার অস্তিত্ব ঘোষণা করেছে। সে সময়ও সাহসী ও বিচক্ষণ-ত্যাগী মানুষগুলো ছিলেন বিদ্যালয়ের পাশে। বহু উত্থান-পতন, সুদিন-দুর্দিনে ভরা দিনগুলোতে এ বিদ্যালয় যাঁদের পাশে পেয়েছে সব সময় তাঁদের কৃতজ্ঞতা সব সময় তাঁদের কৃতজ্ঞতা জানানোর ভাষা জানা নেই আমাদের। গণঅভ্যুত্থান, স্বাধীনতা যুদ্ধ, রাজনৈতিক পট পরিবর্তন, সামরিক শাসন, গণতান্ত্রিক বা অগণতান্ত্রিক রাষ্ট্রপরিচালনা সবকিছুই কিছু স্পর্শ বুলিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায়।
সবসময় কিছু অকুতোভয় পুণ্যাত্মার সাহায্য-সহানুভূতি-ত্যাগ বাঁচিয়ে রেখেছে এ অঞ্চলের আলোক শিখা এই লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়কে। তাই ফুলে ফুলে শোভিত হয়ে এ শিক্ষার আলোকবর্তিকা দিকে দিকে রশ্মি ছড়িয়ে চলেছে।
সুদূর অতীতে যেমন মহান হৃদয়ের স্পর্শ সমৃদ্ধ করেছে, নিকট অতীতের দুর্দিনে তেমনি সঞ্জীবিত করেছে অন্য কেউ, বর্তমানের ধ্বসনামা মূল্যবোধের অবক্ষয়ের দিনে আলো হাতে পথ দেখাচ্ছেন অপরাপর মহৎ হৃদয়। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে, বিদ্যালয় অতীতের দুর্বলতা কাটিয়ে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি, উন্নত ফলাফল, পাঠদানে গতিশীলতা, অবকাঠামো উন্নয়ন, মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ, ক্ষুদ্রবার্তার মাধ্যমে শিক্ষার্থীর তথ্য আদান-প্রদান, ফলাফল ঘোষণা ইত্যাদি সকল দিক দিয়ে এগিয়ে চলেছে।
প্রত্যাশা রইবে ভবিষ্যতেও এমনি করেই শিক্ষা বিস্তারের এই পীঠস্থানকে সমৃদ্ধ করতে এগিয়ে আসবে সহস্র প্রসারিত হাত। যারা অন্যায় কায়েমি স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে বাঁচিয়ে রাখতে পারবে বিদ্যালয়ের পবিত্রতা ও সমৃদ্ধি।
শুভেচ্ছান্তে-
অধ্যক্ষ
লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ
মোহাম্মাদ কামরুজ্জামান
অধ্যক্ষ
লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ